চলতি নোটিসঃ
রাজবাড়ীবাসীর জন্য সুখবর | এক ক্লিকেই রাজবাড়ীর সমস্ত খুটিনাটি নিয়ে "Rajbari Circle SEBA App" আসছে আপনার পাশে, আমাদের সাথেই থাকুন।  -টিম রাজবাড়ী সার্কেল।
  • 01920671314
  • rajbaricircle@gmail.com
  • ০৫:৩৫ অপরাহ্ন | শনি | ১৮ অক্টোবর ২০২৫
বড় আয়োজনে দিনব্যাপী সার্কেল প্রিয়জন ইভেন্ট অনুষ্ঠিত

রাজবাড়ী জেলার অন্যতম বৃহৎ ও জনপ্রিয় স্বেচ্ছাসেবী অনলাইন প্লাটফর্ম “রাজবাড়ী সার্কেল” এর ভিন্নধর্মী আয়োজন “রাজবাড়ী সার্কেল প্রিয়জন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ার ডাঃ আবুল হোসেন ট্রাস্ট ও যাদুঘরে দিনব্যাপী এ ভিন্নধর্মী অনুষ্টান অনুষ্ঠিত হয়।

ইভেন্ট আয়োজনে ছিলেন, রাজবাড়ী সার্কেলের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার শামস্ সোহাগ, পরিচালক তাইফুর রহমান তুষার, সহকারী পরিচালক সজিবুর রহমান, সুজন বিষ্ণু, তৌহিদুল ইসলাম সম্রাট, এডমিন আসাদুজ্জামান নুর, মীর মিলন, আলামিন হোসেন শাকিরসহ পেজের এডিটর, মডারেটর, সার্কেলবাজসহ ইভেন্টে অংশগ্রহনকারী প্রিয়জনগণ।

প্রিয়জন ইভেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাভিশন টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিরাজ হোসেন গাজী, বাংলাদেশ প্রতিদিনের বিনোদন সহ- সম্পাদক পান্থ আফজাল, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোহাম্মদ জহুরুল হক, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস বাবু, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক কাজী তানভীর মাহমুদ, জিটিভি’র রাজবাড়ী জেলা প্রতিনিধি আশিকুর রহমান, সাংবাদিক জাহীদুল ইসলাম সহ প্রমুখ। ইভেন্টে রাজবাড়ী সার্কেলের শুভাকাঙ্ক্ষীসহ প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই ইভেন্টে অংশগ্রহণকারী প্রিয়জনদের জন্য রাজবাড়ী জেলার ম্যাপ সম্বলিত আকর্ষণীয় টি-শার্ট ও গিফট হ্যাম্পার, ইভেন্টের সেলফি জোন, পরিচিতি সভা, বিভিন্ন ধরনের খেলাধুলা যেমন মোরগ লড়াই/হাড়ি ভাঙ্গা/উপজেলা ভিত্তিক রশি টানাটানি/বালিশ খেলা, আলোচনা সভা ও র‌্যাফেল ড্র, জাদুঘর পরিদর্শন, পুরস্কার বিতরণীসহ বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশ করেন মধু হই হই খ্যাত ইমরান হোসাইন ও রাজবাড়ীর স্থানীয় শিল্পী রিয়েল, শাওলিন, সবুজ, অনিক সহ অন্যান্য শিল্পীরা।

চলতি ইভেন্ট

এক ক্লিকেই জেলার সমস্ত খুঁটিনাটি। "রাজবাড়ী সার্কেল সেবা অ্যাপ" শীঘ্রই আসছে।