সার্কেল ফাউন্ডেশনে আপনাকে স্বাগতম!
শিক্ষা, সেবা, সচেতনতার ব্রত নিয়ে, পথ চলছে মানবিক ও স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানটি। রাজবাড়ী জেলাতে অসহায় অনেক পরিবারের পাশে দাঁড়িয়েছে সার্কেল ফাউন্ডেশন। সম্পূর্ণ অরাজনৈতিক এই প্রতিষ্ঠানটি স্বেচ্ছাসেবকদের নিজেদের অর্থায়নে “মানুষের জন্য উপহার” নামের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে নিরবে। সার্কেল ফাউন্ডেশন দুঃস্থদের মুখে হাসি ফোটাতে যে কোন দুর্যোগেই তাদের দরজায় পৌঁছাতে চায় “মানুষের জন্য উপহার”।