মো. আলমগীর শেখ তিতু
মেয়র, রাজবাড়ী পৌরসভা
আমি দেখতে পাচ্ছি কিছু যুবক আজকে অন্য কোন আড্ডায় না থেকে রাজবাড়ীকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা এবং পরিশ্রম করে যাচ্ছে তাদের এই আপ্রাণ চেষ্টাকে আমি সেলুট করি। রাজবাড়ী সার্কেল যেন শুধু সমাজের অবক্ষয় গুলো না তুলে ধরে সমাজের ভালো বিষয় গুলোও তুলে ধরে।