মোঃ মিজানুর রহমান, পিপিএম (বার)
সাবেক পুলিশ সুপার, রাজবাড়ী
নিঃস্বন্দেহে রাজবাড়ী সার্কেল যেটা করছে নিজস্ব ঐতিহ্য, নিজের ভালো জিনিস সবকিছুর একটা ব্রার্ন্ডিং করা রাজবাড়ীবাসীর মধ্যে, সারাদেশের মধ্যে একটা ব্রািন্ডিং করা, নিজেদের ভালো ভালো বিষয়গুলো উপস্থাপণ করা জাতীয় ভাবে, অবশ্যই এটা অভিনন্দন যোগ্য কাজ।