চলতি নোটিসঃ
রাজবাড়ী সার্কেল | একই সুতোয় গাঁথা প্রাণ | সার্কেল ফাউন্ডেশন দিচ্ছে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য মাত্র এক টাকায় খাতা, এক টাকায় কলম [বিস্তারিত জানতে ক্লিক করুন]। রাজবাড়ী সার্কেলের সাথেই থাকুন।
  • 01920671314
  • info@rajbaricircle.com
  • ০২:৩৪ অপরাহ্ন | মঙ্গল | ০৫ ডিসেম্বর ২০২৩
প্রয়াত মনসুরুল করিম স্যার
একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী

আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত একারণেই যে আমাদের রাজবাড়ী জেলা শহরকে উপজীব্য করে কিছু তরুণ, সৃজনশীলমনা ব্যক্তিত্ব গড়ে উঠছে তারা নিজের প্রচেষ্টায় অনলাইনে রাজবাড়ী জেলাকে পরিচিত করার কাজ করছে। যে সমস্ত উপজীব্যগুলো রাজবাড়ীর অত্যন্ত বৈশিষ্ট্যমণ্ডিত সেই বিষয়গুলোকে তুলে ধরার জন্য এই রাজাবাড়ী সার্কেল পেইজটি যথেষ্ট ভুমিকা রাখছে, ইতিমধ্যে তারা রেখেছে ও ভবিষ্যতেও তারা আরো দৃঢ়ভাবে রাখতে তারা প্রত্যয় ঘোষণা করেছে।

চলতি ইভেন্ট

অ্যাওয়ার্ড প্রদান: ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার, বিকাল ৪ ঘটিকা, স্থান: রাজবাড়ী পৌরসভা রজনীগন্ধা অ‌ডিট‌রিয়াম