চলতি নোটিসঃ
রাজবাড়ী সার্কেল | একই সুতোয় গাঁথা প্রাণ | সার্কেল ফাউন্ডেশন দিচ্ছে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য মাত্র এক টাকায় খাতা, এক টাকায় কলম [বিস্তারিত জানতে ক্লিক করুন]। রাজবাড়ী সার্কেল আয়োজিত রাজবাড়ী জেলায় কর্মরত সকল সাংবাদিকের সম্মানে মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড ২০২২। [বিস্তারিত জানতে ক্লিক করুন]
  • 01920671314
  • info@rajbaricircle.com
  • ০৭:১৬ অপরাহ্ন | বুধ | ২২ মার্চ ২০২৩
অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান
অধ্যক্ষ, রাজবাড়ী সরকারি কলেজ

রাজবাড়ী জেলার একদল ছাত্র ফেসবুক পেইজে রাজবাড়ী সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য এবং রাজবাড়ী যে ইতিবাচক দিকগুলো আছে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, সময়ের দিক থেকে এটি অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। এদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, রাজবাড়ী সার্কেলের সফলতা কমনা করছি।