যাদের খবর সব সময় আড়ালেই থেকে যায়। যে মানুষ গুলোকে আমরা সবসময়ই অবহেলা করে চলি কিন্তু ঝড় বৃষ্টি বাদলেও যারা আমাদেরকে সেবা ও শ্রম দিয়ে যান। এই বৃষ্টির সময়ে রাজবাড়ী সার্কেল তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। রাজবাড়ীর বিভিন্ন স্থানে ৩০ জনেরও অধিক দরিদ্র রিকশাচালকদের মাঝে সার্কেল ফাউন্ডেশনের ডিসপোজেবল প্লাস্টিক রেইনকোট বিতরণ।
ভিডিও: https://www.facebook.com/watch/?v=727607064475568