চলতি নোটিসঃ
রাজবাড়ী সার্কেল | একই সুতোয় গাঁথা প্রাণ | সার্কেল ফাউন্ডেশন দিচ্ছে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য মাত্র এক টাকায় খাতা, এক টাকায় কলম [বিস্তারিত জানতে ক্লিক করুন]। রাজবাড়ী সার্কেলের সাথেই থাকুন।
  • 01920671314
  • info@rajbaricircle.com
  • ০৩:০৪ অপরাহ্ন | মঙ্গল | ০৫ ডিসেম্বর ২০২৩
বৃক্ষরোপণ কর্মসূচি

‘গাছে গাছে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী সার্কেল ও সার্কেল ফান্ডডেশনের আয়োজনে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে। রাজবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গন থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান। সমস্ত জেলাব্যাপী পর্যায়ক্রমে ১০ হাজার ফলজ এবং ওষুধি গাছ লাগানোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধনের সময় রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান বলেন, রাজবাড়ী সার্কেল পেজটি বিভিন্ন সময়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্যসহ রাজবাড়ীর ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি ছবি পোস্ট করে থাকে। বর্তমানে তারা একটি ফান্ডডেশন করেছে। যেখানে বিভিন্ন পেশার মানুষ রয়েছে। বর্ষার প্রথমে তাদের এক কার্যক্রম সত্যিকার অর্থেই একটি ভালো উদ্যোগ ছিল।

বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধনের সময় রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, এ্যাডমিন প্যানেলের জুবায়েদ রাকিব, এহসানুল হক জুবায়ের, সিনিয়র ভিডিও এডিটর শুকান্ত বিশ্বাসসহ পেজের ৩০জন স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।

নিউজ লিংক সমূহঃ

বাংলাদেশ প্রতিদিন: https://www.bd-pratidin.com/country/2020/06/18/540113

 

পরিবেশ সুরক্ষায় ১০ হাজার গাছ লাগাচ্ছে ‘রাজবাড়ী সার্কেল ফাউন্ডেশন’

চলতি ইভেন্ট

অ্যাওয়ার্ড প্রদান: ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার, বিকাল ৪ ঘটিকা, স্থান: রাজবাড়ী পৌরসভা রজনীগন্ধা অ‌ডিট‌রিয়াম