চলতি নোটিসঃ
রাজবাড়ী সার্কেল | একই সুতোয় গাঁথা প্রাণ | সার্কেল ফাউন্ডেশন দিচ্ছে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য মাত্র এক টাকায় খাতা, এক টাকায় কলম [বিস্তারিত জানতে ক্লিক করুন]। রাজবাড়ী সার্কেলের সাথেই থাকুন।
  • 01920671314
  • info@rajbaricircle.com
  • ০২:৩২ অপরাহ্ন | মঙ্গল | ০৫ ডিসেম্বর ২০২৩
মানবতার দেয়াল
জেলাব্যাপী মানবতার দেয়াল স্থাপন
সার্কেল ফাউন্ডেশন সাধ্যমত মানবতার সেবায় সবসময় অসহায় মানুষের পাশে আছে। করোনাকালীন সময়ে রাজবাড়ী জেলার অসহায় মানুষের পাশে দাড়িয়েছে এই প্রতিষ্ঠানটি। এছাড়াও বিভিন্ন সময়ে অসহায় মানুষের নিকট সাহায্য পৌছে দিয়েছে। এই তীব্র শীতে অসহায় মানুষের নিকট শীতবস্ত্র পৌছে দেয়ার জন্য রাজবাড়ী জেলার সকল উপজেলার বিভিন্ন এলাকায় “মানুষের জন্য মানুষের উপহার”
এই স্লোগানে মানবতার দেয়াল স্থাপন করা শুরু করেছে সার্কেল ফাউন্ডেশন। এই পর্যন্ত রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার সামনে, পাংশার মাছপাড়ায়, কালুখালী, বালিয়াকান্দি এবং রাজবাড়ী সদরের, পৌর ইউ মার্কেটের সন্নিকটে, উড়াকান্দায় স্থাপন করা হয় মানবতার দেয়াল। অতি শীঘ্রই বাকি উপজেলাতেও স্থাপন করা হবে এই মানবতার দেয়াল। এই উদ্যোগের বাস্তবায়ন করছে সার্কেল ফাউন্ডেশনের অঙ্গ সংগঠন রাজবাড়ী সার্কেল এবং মিডিয়া পার্টনার রাজবাড়ী টেলিগ্রাফ।
সার্কেল ফাউন্ডেশন দুঃস্থদের মুখে হাসি ফোটাতে যে কোন দুর্যোগেই তাদের দরজায় পৌঁছাতে চায় “মানুষের জন্য উপহার”। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ, টিউশন ফি, ভর্তি সহায়তা প্রদান সহ নানাবিধ শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছে সার্কেল ফাউন্ডেশন। জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম রাজবাড়ী সার্কেলের মাধ্যমে নিয়মিত মাদক-সন্ত্রাস-বাল্যবিবাহ ও সামাজিক অপরাধবিরোধী সচেতনতায় বিশেষ ভুমিকা পালন করে যাচ্ছে ফাউন্ডেশনটি।

বিশ্বের যে কোন প্রান্ত থেকে সার্কেল ফাউন্ডেশনের মাধ্যমে আপনিও সামিল হতে পারেন মানবতার সেবায়। 


সমস্ত মান‌বিক কা‌জের আপ‌ডেট পে‌তে ভিজিট করুন আমা‌দের অফিসিয়াল ফেসবুক পেইজ
https://www.facebook.com/CircleFoundationBDOfficial
ইমেইল: rajbaricircle@gmail.com
মোবাইল নম্বর: +88 01920 671314 (BD), +974 3077 9805 (Qatar), +1 934 444 6116 (USA)
ম্যাসেজ: m.me/rajbaricircle

সার্কেল ফাউন্ডেশন || ফুটুক হাসি প্রাণে প্রাণে

ভিডিও গুলো দেখে সার্কেল ফাউন্ডেশনের কাজ সম্পর্কে ধারণা পেতে পারেন:

 

 

চলতি ইভেন্ট

অ্যাওয়ার্ড প্রদান: ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার, বিকাল ৪ ঘটিকা, স্থান: রাজবাড়ী পৌরসভা রজনীগন্ধা অ‌ডিট‌রিয়াম