চলতি নোটিসঃ
রাজবাড়ী সার্কেল | একই সুতোয় গাঁথা প্রাণ | সার্কেল ফাউন্ডেশন দিচ্ছে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য মাত্র এক টাকায় খাতা, এক টাকায় কলম [বিস্তারিত জানতে ক্লিক করুন]। রাজবাড়ী সার্কেল আয়োজিত রাজবাড়ী জেলায় কর্মরত সকল সাংবাদিকের সম্মানে মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড ২০২২। [বিস্তারিত জানতে ক্লিক করুন]
  • 01920671314
  • info@rajbaricircle.com
  • ০৭:৫৫ অপরাহ্ন | বুধ | ২২ মার্চ ২০২৩
রাজবাড়ী সার্কেলের স্বেচ্ছাসেবী (সার্কেলবাজ) রেজিষ্ট্রেশন চলছে…
রাজবাড়ী জেলার জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম রাজবাড়ী সার্কেলের #CircleBUZZ-প্রতিনিধি/স্বেচ্ছাসেবক হয়ে সরাসরি আমাদের সাথে কাজ করতে চাইলে আবেদন করুন।
# রাজবাড়ী জেলার সকল ইতিবাচক বিষয় ছবি ও ভিডিওর মাধ্যমে বিশ্বের দরবারে তুলে ধরতে প্রতিনিয়ত কাজ করছে সার্কেলবাজ বা সার্কেলের প্রতিনিধিগন। এছাড়া রাজবাড়ী সার্কেল পেইজের মাধ্যমে তুলে ধরতে পারেন আপনার নিজের যেকোন প্রতিভা।
#সেচ্ছাসেবক বা CircleBUZZ হওয়ার প্রধান শর্ত আপনাকে অবশ্যই রাজবাড়ী জেলার বাসিন্দা হতে হবে। নিয়মিত রাজবাড়ী জেলার বিষয়ভিত্তিক ছবি (যেমনঃ প্রাকৃতিক দৃশ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ঐতিহাসিক স্থান, স্থাপনা, রাস্তাঘাট, হাটবাজার, খেলাধুলা, চলতি/সমসাময়িক বিষয়, ব্যতিক্রমী প্রতিভা সহ অন্যান্য ছবি বা তথ্য সহায়তা দিতে হবে।
# সার্কেল ফাউন্ডেশন কর্তৃক গৃহীত বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করার পাশাপাশি বিভিন্ন মানবিক কাজে অংশ নেয়া।
# বিভিন্ন সময়ে রাজবাড়ী সার্কেল এর আয়োজনে শিক্ষা-কার্যক্রম ও সমসাময়িক কুইজ প্রতিযোগিতা আয়োজনে অংশগ্রহণ।
দ্রঃ যেহেতু আমরা সবাই রাজবাড়ী জেলাকে ভালোবেসে কাজ করছি সুতরাং পরিচালনা টিম এবং CircleBUZZ সবাই স্বেচ্ছাসেবী, প্রাথমিকভাবে কাউকেই কোন ভাতা প্রদান করা হয়না।
আমাদের সম্পর্কে আরো জানতে ভিজিট করুন:
আমা‌দের সা‌থে থাকার জন্য ধন্যবাদ।
Rajbari Circle || একই সুতোয় গাঁথা প্রাণ