চলতি নোটিসঃ
রাজবাড়ী সার্কেল | একই সুতোয় গাঁথা প্রাণ | সার্কেল ফাউন্ডেশন দিচ্ছে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য মাত্র এক টাকায় খাতা, এক টাকায় কলম [বিস্তারিত জানতে ক্লিক করুন]। রাজবাড়ী সার্কেলের সাথেই থাকুন।
  • 01920671314
  • info@rajbaricircle.com
  • ০১:৪৯ অপরাহ্ন | মঙ্গল | ০৫ ডিসেম্বর ২০২৩

একই সুতোয় গাঁথা প্রাণ” স্লোগানে ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ফেসবুক ভিত্তিক পেইজ “রাজবাড়ী সার্কেল”। রাজবাড়ীকে নিয়ে পূর্বে অনলাইনে কাজ হলেও গোছালো তেমন কোন কাজ হয়নি এবং রাজবাড়ীর নাম ব্যবহার রে নেক প্লাটফর্ম য়েছে যারা নিজেদের প্রচার এবং রাজবাড়ীর বাইরের বিভিন্ন নেগেটিভ বিষয় প্রচার করছে, সর্বোপরি রাজবাড়ী জেলার নামকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করছে এম একটা প্রেক্ষাপট থেকে শুধুমাত্র রাজবাড়ী তিবাচক বিষয় তুলে ধরার দ্দেশ্যেই রাজবাড়ী সার্কেলের সৃষ্টি। রাজবাড়ী জেলার ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ইত্যাদি ছবি ও ভিডিও এর মাধ্যমে তুলে ধরাই ছিল প্রাথমিক উদ্দেশ্য কিন্তু পরবর্তীতে সার্কেল ফাউন্ডেশনের মাধ্যমে “রাজবাড়ী সার্কেল” দেশ ও জনগণের কল্যাণের জন্য নানান সামজিক কার্যক্রমে অংশগ্রহণ করা শুরু করে ফলশ্রুতিতে খুব দ্রুততম সময়ে রাজবাড়ী জেলায় “রাজবাড়ী সার্কেল” বৃহৎ ও জনপ্রিয় প্লাটফর্মে পরিণত হয়েছে। আমরা গঠন করেছি বৃহৎ একটি স্বেচ্ছাসেবক টিম যারা জেলাব্যাপী কাজ করে যাচ্ছে নিয়মিত। আমাদের পরিকল্পনায় রয়েছে তরুণ সমাজের মেধা ও মনন বিকাশে বিশেষ কার্যক্রম ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমাদের পথচলায় রাজবাড়ীবাসীর সহযোগিতা একান্ত কাম্য।

শামস্ সোহাগ 
কম্পিউটার ইঞ্জিনিয়ার, ভিজ্যুয়াল এডিটর ও মোশান গ্রাফিক আর্টিস্ট