রাজবাড়ী জেলার বৃহত্তম অনলাইন প্লাটফর্ম রাজবাড়ী সার্কেলের ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষে বরাবরের মতই সার্কেল হাতে নিয়েছে ভিন্নধর্মী আয়োজন। এবারের আয়োজনে আছে দিনব্যাপী রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার ৭টি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এতিমখানার সহস্রাধিক ছাত্রের মিষ্টি মুখ করানো।
মাদ্রাসা ও এতিমখানা সমূহ যথাক্রমে আঃ করিম খাঁন হাফিজিয়া কওমি মাদ্রাসা, নিজাতপুর দাদসি রাজবাড়ী। আল-জামিয়া নিজামিয়া আরাবিয়া কাওমী মাদ্রাসা, গোয়ালন্দ রাজবাড়ী। আশরাফুল ক্বওমী মাদ্রাসা, কালুখালী রাজবাড়ী। হযরত ওমর রা. হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মৌরাট,পাংশা,রাজবাড়ী। বেলগাছি মুসলিম মিশন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, খানগঞ্জ, বেলগাছি রাজবাড়ী। তেঁতুলিয়া হাফিজিয়া মাদ্রাসা, বহরপুর, বালিয়াকান্দি, রাজবাড়ী। বড় ভবানীপুর দেওয়ানপাড়া হাফেজিয়া মাদরাসা, লিল্লাহ্ বোডিং ও এতিমখানা, বসন্তপুর রাজবাড়ী।
পাশাপাশি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে জেলা সদরের রাজবাড়ী সার্কেল অফিসে ৪র্থ বর্ষ পূর্তির কেক কাটা এবং সার্কেল পরিবারের মেধাবী ছাত্রদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।