চলতি নোটিসঃ
রাজবাড়ী সার্কেল | একই সুতোয় গাঁথা প্রাণ | সার্কেল ফাউন্ডেশন দিচ্ছে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য মাত্র এক টাকায় খাতা, এক টাকায় কলম [বিস্তারিত জানতে ক্লিক করুন]। রাজবাড়ী সার্কেলের সাথেই থাকুন।
  • 01920671314
  • info@rajbaricircle.com
  • ১২:৩৩ অপরাহ্ন | বৃহস্পতি | ০৭ ডিসেম্বর ২০২৩
৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলার ৭টি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর সহস্রাধিক ছাত্রের মাঝে মিষ্টি বিতরণ

রাজবাড়ী জেলার বৃহত্তম অনলাইন প্লাটফর্ম রাজবাড়ী সার্কেলের ৪র্থ বর্ষ পূ‌র্তি‌ উপলক্ষে বরাবরের মতই সার্কেল হাতে নিয়েছে ভিন্নধর্মী আয়োজন। এবারের আয়োজনে আছে দিনব্যাপী রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার ৭টি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এতিমখানার সহস্রাধিক ছাত্রের মিষ্টি মুখ করানো।

মাদ্রাসা ও এতিমখানা সমূহ যথাক্রমে আঃ করিম খাঁন হাফিজিয়া কওমি মাদ্রাসা, নিজাতপুর দাদসি রাজবাড়ী। আল-জামিয়া নিজামিয়া আরাবিয়া কাওমী মাদ্রাসা, গোয়ালন্দ রাজবাড়ী। আশরাফুল ক্বওমী মাদ্রাসা, কালুখালী রাজবাড়ী। হযরত ওমর রা. হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মৌরাট,পাংশা,রাজবাড়ী। বেলগাছি মুসলিম মিশন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, খানগঞ্জ, বেলগাছি রাজবাড়ী। তেঁতুলিয়া হাফিজিয়া মাদ্রাসা, বহরপুর, বালিয়াকান্দি, রাজবাড়ী। বড় ভবানীপুর দেওয়ানপাড়া হাফেজিয়া মাদরাসা, লিল্লাহ্ বোডিং ও এতিমখানা, বসন্তপুর রাজবাড়ী।

পাশাপাশি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে জেলা সদরের রাজবাড়ী সার্কেল অফিসে ৪র্থ বর্ষ পূ‌র্তি‌র কেক কাটা এবং সার্কেল পরিবারের মেধাবী ছাত্রদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চলতি ইভেন্ট

অ্যাওয়ার্ড প্রদান: ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার, বিকাল ৪ ঘটিকা, স্থান: রাজবাড়ী পৌরসভা রজনীগন্ধা অ‌ডিট‌রিয়াম