চলতি নোটিসঃ
রাজবাড়ী সার্কেল | একই সুতোয় গাঁথা প্রাণ | সার্কেল ফাউন্ডেশন দিচ্ছে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য মাত্র এক টাকায় খাতা, এক টাকায় কলম [বিস্তারিত জানতে ক্লিক করুন]। রাজবাড়ী সার্কেলের সাথেই থাকুন।
  • 01920671314
  • info@rajbaricircle.com
  • ০১:৫৬ অপরাহ্ন | মঙ্গল | ০৫ ডিসেম্বর ২০২৩
বড় আয়োজনে দিনব্যাপী সার্কেল প্রিয়জন ইভেন্ট অনুষ্ঠিত

রাজবাড়ী জেলার অন্যতম বৃহৎ ও জনপ্রিয় স্বেচ্ছাসেবী অনলাইন প্লাটফর্ম “রাজবাড়ী সার্কেল” এর ভিন্নধর্মী আয়োজন “রাজবাড়ী সার্কেল প্রিয়জন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ার ডাঃ আবুল হোসেন ট্রাস্ট ও যাদুঘরে দিনব্যাপী এ ভিন্নধর্মী অনুষ্টান অনুষ্ঠিত হয়।

ইভেন্ট আয়োজনে ছিলেন, রাজবাড়ী সার্কেলের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার শামস্ সোহাগ, পরিচালক তাইফুর রহমান তুষার, সহকারী পরিচালক সজিবুর রহমান, সুজন বিষ্ণু, তৌহিদুল ইসলাম সম্রাট, এডমিন আসাদুজ্জামান নুর, মীর মিলন, আলামিন হোসেন শাকিরসহ পেজের এডিটর, মডারেটর, সার্কেলবাজসহ ইভেন্টে অংশগ্রহনকারী প্রিয়জনগণ।

প্রিয়জন ইভেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাভিশন টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিরাজ হোসেন গাজী, বাংলাদেশ প্রতিদিনের বিনোদন সহ- সম্পাদক পান্থ আফজাল, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোহাম্মদ জহুরুল হক, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস বাবু, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক কাজী তানভীর মাহমুদ, জিটিভি’র রাজবাড়ী জেলা প্রতিনিধি আশিকুর রহমান, সাংবাদিক জাহীদুল ইসলাম সহ প্রমুখ। ইভেন্টে রাজবাড়ী সার্কেলের শুভাকাঙ্ক্ষীসহ প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই ইভেন্টে অংশগ্রহণকারী প্রিয়জনদের জন্য রাজবাড়ী জেলার ম্যাপ সম্বলিত আকর্ষণীয় টি-শার্ট ও গিফট হ্যাম্পার, ইভেন্টের সেলফি জোন, পরিচিতি সভা, বিভিন্ন ধরনের খেলাধুলা যেমন মোরগ লড়াই/হাড়ি ভাঙ্গা/উপজেলা ভিত্তিক রশি টানাটানি/বালিশ খেলা, আলোচনা সভা ও র‌্যাফেল ড্র, জাদুঘর পরিদর্শন, পুরস্কার বিতরণীসহ বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশ করেন মধু হই হই খ্যাত ইমরান হোসাইন ও রাজবাড়ীর স্থানীয় শিল্পী রিয়েল, শাওলিন, সবুজ, অনিক সহ অন্যান্য শিল্পীরা।

চলতি ইভেন্ট

অ্যাওয়ার্ড প্রদান: ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার, বিকাল ৪ ঘটিকা, স্থান: রাজবাড়ী পৌরসভা রজনীগন্ধা অ‌ডিট‌রিয়াম