অফিস থেকেও চলছে এক টাকায় খাতা-এক টাকায় কলমের বিতরণ কার্যক্রম।
অফিস থেকে চলছে আমাদের এক টাকায় খাতা-এক টাকায় কলমের চলমান বিতরণ কার্যক্রম।
কিছুদিন পূর্বে আমরা প্রত্যয় স্কুলে খাতা বিতরণ করেছিলাম। তাদের বলা হয়েছিল এই বিতরণ চলমান থাকবে। তারই ধারাবাহিকতায় আজ অরণ্য ও তার অভিভাবক অফিস থেকে খাতা সংগ্রহ করলেন।
আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকিটা আপনাদের সমর্থন। চাইলে আপনিও আমাদের সাথে এগিয়ে আসতে পারেন।
এক টাকায় খাতা || এক টাকায় কলম
একটি “সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ” প্রকল্প
সৌজন্যেঃ আকবর খান, প্রধান উপদেষ্টা সার্কেল ফাউন্ডেশন।
সার্কেল ফাউন্ডেশন || ফুটুক হাসি প্রাণে প্রাণে