১৯৮৪ সালের ১ মার্চ বাংলাদেশের বুকে জেলা হিসেবে জায়গা পায় পদ্মা কন্যা রাজবাড়ী। সেই থেকে পদ্মা নদীবিধৌত শান্তিপ্রিয় এ জেলাটি দেশের বুকে নানা সফলতা এবং গৌরব নিয়ে উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে আছে। রাজবাড়ী জেলাতে বর্তমানে ৫টি উপজেলা (রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি, গোয়ালন্দ ও কালুখালী) ও ৫টি থানা রয়েছে। Rajbari Circle এর যাত্রা শুরুর পর থেকে তারা পর্যায়ক্রমে সমগ্র জেলার সৌন্দর্য ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরছে তাদের ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটের মাধ্যমে ইতিমধ্যে Rajbari Circle রাজবাড়ীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তুলে ধরেছে, কিছু বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের উপর বানিয়েছে তথ্যচিত্র। প্রতিভাবান এবং বিশেষ ব্যক্তিবর্গকে তুলে ধরছে ধারাবাহিক ভাবে। রাজবাড়ীর সঠিক ইতিহাস সবার সামনে তুলে আনতে বিভিন্ন ধরনের কার্যক্রমও হাতে নিয়েছে Rajbari Circle। এই সংক্ষিপ্ত পথ চলায় Rajbari Circle রাজবাড়ী জেলার জনপ্রিয় একটি অনলাইন প্লাটফর্মে পরিণত হয়েছে।
যেভাবে রাজবাড়ী সার্কেলের যাত্রা শুরু।
“একই সুতোয় গাঁথা প্রাণ” এই স্লোগানে Rajbari Circle অনলাইন প্লাটফর্মের যাত্রা শুরু করে ভাষার মাস ফেব্রুয়ারির ১২ তারিখে ২০১৮ সালে। “পদ্মা কন্যা” রাজবাড়ী জেলাকে সুন্দর এবং নির্ভুল ভাবে দেশ তথা বিশ্বমাঝে তুলে ধরতেই রাজবাড়ী সার্কেলের যাত্রা শুরু। মূলত রাজবাড়ী জেলাকে নিয়ে অনলাইনে কিছু কাজ হলেও গোছালো কোন কাজ হয়নি এবং যাওবা হয়েছে বিভিন্ন সময় তারা রাজবাড়ী জেলার নাম ব্যবহার করে রাজবাড়ীর বাইরের বহু বিষয় প্রচার এবং রাজবাড়ীকে প্রায়ই নেতিবাচক ভাবে উপস্থাপন করছে। এমন একটি সময়েই রাজবাড়ী সার্কেলের প্রতিষ্ঠা।
সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের উদ্দেশ্যঃ
দেশ তথা বিশ্বব্যাপী রাজবাড়ী জেলার সকল পজেটিভ খবর, সৌন্দর্য, ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে Rajbari Circle এর পথচলা। এটি একটি অলাভজনক, অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক প্লাটফর্ম। প্রাণপ্রিয় রাজবাড়ী জেলার সুনাম অক্ষুণ্ণ রাখতে Rajbari Circle বদ্ধ পরিকর। “একই সুতোয় গাঁথা প্রাণ” এই স্লোগান নিয়ে Rajbari Circle এগিয়ে যেতে চায়।
আমাদের পথচলায় রাজবাড়ীবাসীর সহযোগিতা একান্ত কাম্য।
Rajbari Circle || একই সুতোয় গাঁথা প্রাণ
সার্কেল ফাউন্ডেশন। শিক্ষা, সেবা, সচেতনতার ব্রত নিয়ে, পথ চলছে মানবিক ও স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানটি। রাজবাড়ী জেলাতে অসহায় অনেক পরিবারের পাশে দাঁড়িয়েছে সার্কেল ফাউন্ডেশন। সম্পূর্ণ অরাজনৈতিক এই প্রতিষ্ঠানটি স্বেচ্ছাসেবকদের নিজেদের অর্থায়নে “মানুষের জন্য উপহার” নামের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে নিরবে। সার্কেল ফাউন্ডেশন দুঃস্থদের মুখে হাসি ফোটাতে যে কোন দুর্যোগেই তাদের দরজায় পৌঁছাতে চায় “মানুষের জন্য উপহার”।
পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের
নানাবিধ শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছে সার্কেল ফাউন্ডেশন। জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম রাজবাড়ী সার্কেলের মাধ্যমে নিয়মিত মাদক-সন্ত্রাস-বাল্যবিবাহ ও সামাজিক অপরাধবিরোধী সচেতনতায় বিশেষ ভুমিকা পালন করে যাচ্ছে ফাউন্ডেশনটি। মানবতার সেবায় চাইলে আপনিও হতে পারেন সার্কেল ফাউন্ডেশনের একজন গর্বিত সদস্য।
বিশ্বের যে কোন প্রান্ত থেকে সার্কেল ফাউন্ডেশনের মাধ্যমে আপনিও সামিল হতে পারেন মানবতার সেবায়।
সার্কেল ফাউন্ডেশন || ফুটুক হাসি প্রাণে প্রাণে
Donate to Circle Foundation01757 131660 (Bkash Personal)
Donate to Circle Foundation01757 131660 (Bkash Personal)
Circle Foundation | Bursting into happiness to all