||| বিশেষ কারণে ফটোকন্টেস্ট বন্ধ রয়েছে |||
রাজবাড়ী জেলার সুন্দর সুন্দর ছবি আপলোড দিয়ে জিতে নিন সাপ্তাহিক আকর্ষণীয় পুরস্কার
নিজেই ছবি আপলোড করুন আমাদের Facebook Group RajbariCircleFoundation এ।
আপলোডকৃত ছবি সর্বোচ্চ সংখ্যক লাইক, কমেন্ট এবং শেয়ার এর উপর ভিত্তি করে সাপ্তাহিক সেরা ছবি নির্বচন করা হবে।
অংশগ্রহণকরার নির্দেশিকাগুলো মনোযোগ সহকারে পড়ুনঃ
- সাপ্তাহিক এ ফটো কন্টেস্ট এর উদ্দেশ্য আমাদের প্রিয় রাজবাড়ী জেলার সৌন্দর্য সবার মাঝে তুলে ধরা।
- আপলোড দিতে হবে আমাদের Facebook Group “RajbariCircleFoundation” এ।
- ছবি রাজবাড়ী জেলার যেকোন বিষয়বস্তুর উপর হতে পারে। তবে রাজবাড়ী জেলা ব্যাতিত অন্য জেলার ছবি গ্রহণযোগ্য নয়।
- একজন একাধিক ছবি আপলোড দিতে পারবেন তবে ১ পেস্টে ১ ছবিই থাকবে (শিরোনাম, স্থান এবং ট্যাগলাইন সহ) একই নিয়মে।
- ট্যাগলাইনঃ #RCWPC এর শেষে শুধুমাত্র যেই তারিখে ছবি আপলোড দিবেন তা যুক্ত করে দিন।
উদাহরণঃ #RCWPC_22_03_2019
- সাপ্তাহিক বিজয়ীর নাম ঘোষনা করা হবে পরবর্তি সপ্তাহে (এক্ষেত্রে সপ্তাহের সর্বশেষ আপলোডকৃত ছবিটিও আপনার প্রচারনার জন্য ১ সপ্তাহ সময় পাবে)
- সর্বোচ্চ সংখ্যক লাইক, কমেন্ট এবং শেয়ারের ভিত্তিতে সপ্তাহের সেরা ছবি নির্বাচন করা হবে।
- কন্টেস্ট এর জন্য আপলোড করা ছবি অবশ্যই ১. নিজের তোলা হতে হবে। ২. যে কোন ডিভাইসের ছবি হতে পারে। ৩. অনেক বেশী এডিট করা যাবেনা এবং লোগো ছারা হতে হবে।
- আপনার আপলোডকৃত ছবি নিজ ফেসবুক টাইমলাইনে আপনি নিজে কেবল ১বারই শেয়ার করতে পারবেন তবে আপনার বন্ধুকে RajbariCircleFoundation Group এ join করিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার বাড়াতে পারবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার বৃদ্ধির জন্য কেউ “Auto Bot” ব্যবহার করলে Group থেকে ব্যান করা হতে পারে।
- সাপ্তাহিক ফলাফল আমাদের Website, Group, Account এবং Page এ ঘোষনা করা হবে। লিংক সমূহ নিচের লইনে দেয়া আছে।
Website: www.RajbariCircle.com
Group: www.facebook.com/groups/RajbariCircleFoundation
Page: https://www.facebook.com/rajbaricircle
Facebook Account: https://www.facebook.com/rajbaricircle7700
- যিনি বিজয়ী হবেন ফলাফল ঘোষনার পর আমাদেরকে RajbariCircle@gmail.com অথবা info@RajbariCircle.com এ মোবাইল নম্বরটি পাঠিয়ে দিবেন।
- প্রতি সপ্তাহে সেরা ছবি বিজয়ী পাবেন ১০০ টাকা মোবাইল রিচার্জ।
- কন্টেস্টের যে কোন বিষয়ে Rajbari Circle team এর সিদ্ধান্তই চূড়ান্ত।
Rajbari Circle || একই সুতোয় গাঁথা প্রাণ