চলতি নোটিসঃ
রাজবাড়ী সার্কেল | একই সুতোয় গাঁথা প্রাণ | সার্কেল ফাউন্ডেশন দিচ্ছে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য মাত্র এক টাকায় খাতা, এক টাকায় কলম [বিস্তারিত জানতে ক্লিক করুন]। রাজবাড়ী সার্কেলের সাথেই থাকুন।
  • 01920671314
  • info@rajbaricircle.com
  • ০১:৫৩ অপরাহ্ন | বৃহস্পতি | ০৭ ডিসেম্বর ২০২৩
ভিন্নধর্মী আয়োজন করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী অনলাইন প্লাটফর্ম “রাজবাড়ী সার্কেল”

রাজবাড়ী জেলার সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী অনলাইন প্লাটফর্ম “রাজবাড়ী সার্কেল” আয়োজন করতে যাচ্ছে “রাজবাড়ী সার্কেল প্রিয়জন ইভেন্ট-২০২১”।

২৩ অক্টোবর (শনিবার) রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ভবদিয়ায় অবস্থিত ডা. আবুল হোসেন পার্ক ও যাদুঘরে অনুষ্ঠিত হবে এ প্রিয়জন ইভেন্টটি। দিনব্যাপী এই ইভেন্টে অংশগ্রহনকারী প্রিয়জনদের জন্য থাকছে রাজবাড়ী জেলার ম্যাপ সম্বলিত আকর্ষণীয় টি-শার্ট ও গিফট হ্যাম্পার, ইভেন্টের সেলফি জোন, পরিচিতি সভা, বিভিন্ন ধরনের খেলাধুলা যেমন মোরগ লড়াই/হাড়ি ভাঙ্গা/উপজেলা ভিত্তিক রশি টানাটানি/বালিশ খেলা ইত্যাদি, দুপুরের খাবার, আলোচনা সভা ও মোটিভেশনাল শো, র‌্যাফেল ড্র, জাদুঘর পরিদর্শন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, মিনি কনসার্ট ও ফ্রি চা কর্নার।

মাত্র ৩০০ টাকা রেজিস্ট্রেশনের মাধ্যমে যে কেউই অংশ নিতে পারবেন “রাজবাড়ী সার্কেল প্রিয়জন ইভেন্ট-২০২১” এ। রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন রেজিস্ট্রেশন ১৮ অক্টোবর ২০২১ পযর্ন্ত চলবে। যে কোন তথ্যের জন্য কল করুন 01920 671314 নম্বরে অথবা সর্বশেষ নোটিশের জন্য ভিজিট করুন https://link.rajbaricircle.com এই লিংকে।

রাজবাড়ী সার্কেলের প্রতিষ্ঠাতা শামস্ সোহাগ বলেন, মহামারি করোনাভাইরাসে স্কুল কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো। লকডাউন পরবর্তী সময়ে তরুণ প্রজন্মের মানসিক শক্তি বৃদ্ধিতে এ ইভেন্টটি সহায়ক হবে বলে আশা করি। স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী এই ইভেন্টে থাকছে বর্ণাঢ্য ও ভিন্নধর্মী সব আয়োজন।

রাজবাড়ী সার্কেলের পরিচালক তাইফুর রহমান তুষার বলেন, এ আয়োজনটি হবে রাজবাড়ীয়ানদের মিলনমেলা। তিনি আরও বলেন , রাজবাড়ী জেলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিশ্বময় তুলে ধরতে কাজ করে যাচ্ছে রাজবাড়ী সার্কেল। সেই সাথে সার্কেল ফাউন্ডেশনের মাধ্যমে নিরবে কাজ করে যাচ্ছে আত্মমানবতার সেবায়। জেলার একঝাঁক প্রাণবন্ত তরুণসমাজ যারা স্বপ্ন দেখে রাজবাড়ী জেলাকে বিশ্বময় তুলে ধরতে।

চলতি ইভেন্ট

অ্যাওয়ার্ড প্রদান: ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার, বিকাল ৪ ঘটিকা, স্থান: রাজবাড়ী পৌরসভা রজনীগন্ধা অ‌ডিট‌রিয়াম