রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের পুরাতন এই লাল ভবনটির গায়ে লেখা থেকে জানা যায় বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল ১৮৯২ সাল। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল নিয়ে মতভেদ রয়েছে। বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত চরিতাভিধানে ১৬৭ পৃষ্ঠায় দেখা যায় বিখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক জলধর সেন ১৮৮১ সালে গোয়ালন্দ হাই স্কুলে শিক্ষক নিযুক্ত হয়ে আসেন।
লাল ভবনটির সঠিক ইতিহাস জানতে ভিডিওটি দেখেুন।
তথ্যানুসন্ধানে জানা গেছে স্কুলের যেখানে এই পুরনো দালান রয়েছে, সেখানে ছনের গৃহে গোয়ালন্দ এমই বিদ্যালয় প্রতিষ্ঠিত ছিল। দোতলা পাকা দালান হওয়ার পর এর নামকরণ হয় গোয়ালন্দ মডেল হাই স্কুল এবং এসময় দালানের গায়ে লেখা হয় এর প্রতিষ্ঠাকাল ১৮৯২। প্রকৃত পক্ষে বিদ্যালয়টির সূচনা হয়েছিল অনেক পূর্বে সম্ভবত ১৮৭০ সালে। তখনও রাজবাড়ী নামটি মুখে মুখে থাকলেও লিখিতভাবে সবকিছু পরিচয় ছিল গোয়ালন্দ। সে হিসেবে বিদ্যালয়টির নামকরণ হয় গোয়ালন্দ মডেল হাই স্কুল। যা বাণীবহের জমিদার গিরিজাশংকর মজুমদার কর্তৃক প্রতিষ্ঠিত।
বিদ্যালয়টিতে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয়। বিদ্যালয়ের এই পুরাতন ভবনটি এখন রাজবাড়ীর কেবলই প্রাচীন ঐতিহ্যের বাহন। কালের বিবর্তনে হয়ত একদিন তাও বিলীন হয়ে যাচ্ছে, সে স্থানে নির্মিত হবে আগামী ইতিহাস রচনার নতুন ভবন। কালের গতিতে এমন করেই ইতিহাস বদলায়।
[ সরকারের কাছে বিশেষ আবেদন লাল ভবন সহ রাজবাড়ী অন্যান্য অতীত ঐতিহ্যগুলোর সার্বিক সংরক্ষনের ব্যবস্থা করার ]
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Rajbari Circle || একই সুতোয় গাঁথা প্রাণ