এটি তৎকালীন হিন্দু জমিদার দিগম্বর প্রসাদ রায়ের জমিদারীর অংশ। এটি রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার আন্তর্গত ছোটভাকলা ইউনিয়নে কুঠিপাঁচুরিয়া অবস্থিত। বর্তমানে বাড়িটির প্রধান ফটকে লেখা আছে ‘‘পেশকার বাড়ি’’। জমিদার বাড়ীটির বর্তমান স্বত্তাধীকারী মৃত গিয়াস উদ্দিস আহমেদ।
যাওয়া যায় কিভাবেঃ
উপজেলা থেকে কুটিপাঁচুরিয়া যেতে হবে। নিজস্ব পরিবহন না থাকলে ইজিবাইক ও অটোরিক্সার মাধ্যমে যাওয়া যাবে।
হয়ত কিছুদিন পরে অন্যান্য নিদর্শনের মত এই জমিদার বাড়িও বিলুপ্ত হয়ে যাবে। সরকারের নিকট রাজবাড়ী জেলাবাসী তথা নতুন প্রজন্মের দাবী এই অতীত ঐতিহ্যগুলো যা এখনও টিকে আছে সেগুলোর সার্বিক সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করার।
ছবি তুলেছেন Nazmuzzaman MuKul
তথ্যসূত্রঃ goalanda.rajbari.gov.bd
আমাদের সাথেই থাকুন।
Rajbari Circle || একই সুতোয় গাঁথা প্রাণ
☑️ Rajbari Circle এর মাধ্যমে আপনিও চাইলে প্রাণপ্রিয় রাজবাড়ী জেলাকে তুলে ধরতে পারেন। জেলার বিভিন্ন স্থানের সুন্দর দৃশ্য ধারন করে আমাদেরকে পাঠিয়ে দিন। সেই সাথে স্থান, সংক্ষিপ্ত বিবরণ ও চিত্রগ্রাহকের নাম আমাদের ইনবক্স (m.me/rajbaricircle) করুন।
[irp]
আমাদের তুলে ধরা রাজবাড়ীর আরো কিছু ঐতিহাসিক স্মৃতি চিহ্ন
bit.ly/জমিদার_বিনয়শাহএর_বাড়ি
bit.ly/মুকুন্দিয়া_মঠ
bit.ly/রানীর_পুকুর
bit.ly/রাজকর্মকর্তার_পুকুর
bit.ly/রাজ_প্রজাদের_পুকুর
bit.ly/বাবুপাড়া_মঠ
#HeritageRajbari
[wpspw_recent_post_slider]