চলতি নোটিসঃ
রাজবাড়ী সার্কেল | একই সুতোয় গাঁথা প্রাণ | সার্কেল ফাউন্ডেশন দিচ্ছে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য মাত্র এক টাকায় খাতা, এক টাকায় কলম [বিস্তারিত জানতে ক্লিক করুন]। রাজবাড়ী সার্কেলের সাথেই থাকুন।
  • 01920671314
  • info@rajbaricircle.com
  • ০১:১৬ অপরাহ্ন | বৃহস্পতি | ০৭ ডিসেম্বর ২০২৩
“রূপসী রাজবাড়ী” ভিডিও কন্টেস্ট

৩ মিনিটের ভিডিওতে তুলে ধরো রাজবাড়ীকে। আর জিতে নাও পুরস্কার। ভালোবাসার জন্মস্থানকে ছড়িয়ে দাও বিশ্বময়। ‌ভি‌ডিও জমা দেবার সময় বাড়লো ১০ অক্টোবর ২০২০ পর্যন্ত।


বিস্তারিত নিয়মাবলী :

‌১। রাজবাড়ীর দর্শ‌নীয় স্থান, ই‌তিহাস-ঐ‌তিহ্য, গু‌ণীজন, মানবিক কোনো ঘটনা, প্রাকৃ‌তিক সৌন্দর্য সহ তু‌লে ধরার মত যে কোন ইতিবাচক এবং সুন্দর বিষয়ের উপ‌রে ভি‌ডিও বানা‌তে পারো।


২। ধরণ: ডকুফিল্ম , শর্টফিল্ম, টাইমল্যাপস (Time Lapse), মনতাজ (Montage) ভিডিও, নিউজ প্যাকেজ ইত্যাদি।


৩। মোবাইল ক্যামেরা সহ সকল প্রকার ক্যামেরার ভিডিও গ্রহণযোগ্য।


৪। ভিডিও এর শেষে ৫ সেকেন্ড ব্লাক ব্যাকগ্রাউন্ডে সাদা টেক্সে এ অবশ্যই ভিডিওটির একটি ছোট্ট শিরোনা‌ম দিতে হ‌বে, ভিডিওতে কোথাও কোন লোগো বা ক্রেডিটলাইন ব্যবহার করা যাবে না।


৫। ভিন্ন বিষয়ে একাধিক ভিডিও জমা দেয়া যাবে। ভি‌ডিও দৈর্ঘ্য কমপ‌ক্ষে ৩ (তিন) মি‌নিট এবং সর্বোচ্চ ৫ (পাঁচ) মিনিট হ‌তে হ‌বে, ভিডিও রেশিও 16:9, (720pHD: 1280×720) এবং ফাইল ফরমেট (.mp4), ফাইল নেম হবে ভিডিও এর শেষে দেয়া নাম অনুযায়ী।


৬। ভি‌ডিও‌তে ব্যবহৃত ব্যাকগ্রাউন্ড মিউ‌জিক অবশই ক‌পিরাইট ফ্রি হ‌তে হ‌বে। অন্যথায় ভি‌ডিও বা‌তিল করা হ‌বে।


৭। প্র‌তি‌দি‌নের প্রাপ্ত ভি‌ডিও হ‌তে নির্বা‌চিত ভি‌ডিওগু‌লোই ধারাবা‌হিক ভা‌বে রাজবাড়ী সা‌র্কেল পেই‌জে আপ‌লোড দেয়া হ‌বে।


৮। নির্ধা‌রিত সময় শে‌ষে প্রতিটি ভিডিওতে সর্বমোট লাইক এবং আমাদের বিচার‌কের মতাম‌তের ভি‌ত্তি‌তেই তিনজন সেরা ভি‌ডিও নির্মাতা পা‌বে আকর্ষণীয় পুরস্কার। থাকছে দুটি বিশেষ পুরস্কার। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার যথাক্রমে ৫০০০, ৩০০০ এবং ২০০০ টাকা। বিশেষ পুরস্কার থাকছে দুটি, যথাক্রমে ১০০০ এবং ১০০০ টাকা।


৯। ভি‌ডিও জমা দেয়ার শেষ সময় ১০ অক্টোবর ২০২০। সম‌য় শে‌ষের পূ‌র্বে যে কোন দিন ভি‌ডিও জমা দি‌তে পার‌বেন। জমা দেয়ার সময় শে‌ষের ১০ দিন প‌রে ফলাফল ঘোষণা করা হ‌বে।  

১০। জমা দেয়ার লিংকঃ http://ruposhirajbari.rajbaricircle.com

 তোমার এক‌টি জি‌মেইল একাউন্ট দি‌য়ে ল‌গিন করো।

 

বিদ্র: ফুটেজ কপিরাইট সংক্রান্ত সকল দায়ভার ক্যাম্পেইনে অংশগ্রহণকারীর নিজের।

 

যে কোন বিষয়ে জানতে কল করতে পারে: 0177 1783864  অথবা  01303 380177 নম্বরে
অথবা ইমেইল করতে পারো: ruposhirajbari@gmail.com

 

ক্যাম্পেইন ও কন্টেস্ট আয়োজনে : রাজবাড়ী সার্কেল

সৌজন্যে: এপিসোড এগ্রো লিমিটেডফুড বাজার ও নয়া টেস্ট।

মি‌ডিয়া পার্টনার: রাজবাড়ী টে‌লিগ্রাফ.কম

চলতি ইভেন্ট

অ্যাওয়ার্ড প্রদান: ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার, বিকাল ৪ ঘটিকা, স্থান: রাজবাড়ী পৌরসভা রজনীগন্ধা অ‌ডিট‌রিয়াম