রাজবাড়ী জেলাতে করোনভাইরাস মহামারির লকডাউন চলাকালে অসহায় অনেক পরিবারের পাশে দাঁড়িয়েছে সার্কেল ফাউন্ডেশন। সম্পূর্ণ অরাজনৈতিক এই প্রতিষ্ঠানটি স্বেচ্ছাসেবকদের নিজেদের অর্থায়নে “মানুষের জন্য উপহার” নামের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে নিরবে। যে সমস্ত অসহায় পরিবার, লাইনে দাঁড়িয়ে ত্রান নিতে পারেনা বা সংকোচে কারো কাছে চাইতেও পারে না কিন্তু অভাবে দিনাতিপাত করছে, সার্কেল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা “মানুষের জন্য উপহার” নামের এই ত্রাণ নিরবে রাতের আঁধারে পৌঁছে দিচ্ছে তাদের দরজায়।
নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি থাকছে মানুষের জন্য উপহারে। রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী, গোয়ালন্দ এবং বালিয়াকান্দিতে সার্কেল ফাউন্ডেশন “মানুষের জন্য উপহার” পৌঁছে দিচ্ছে। সমগ্র রাজবাড়ীতে শতাধিক স্বেচ্ছাসেবক সার্কেল ফাউন্ডেশনের হয়ে কাজ করছে মানবতার সেবায়।
সার্কেল ফাউন্ডেশন দুঃস্থদের মুখে হাসি ফোটাতে যে কোন দুর্যোগেই তাদের দরজায় পৌঁছাতে চায় “মানুষের জন্য উপহার”। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ, টিউশন ফি, ভর্তি সহয়তা প্রদান সহ নানাবিধ শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছে সার্কেল ফাউন্ডেশন। জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম রাজবাড়ী সার্কেলের মাধ্যমে নিয়মিত মাদক-সন্ত্রাস-বাল্যবিবাহ ও সামাজিক অপরাধবিরোধী সচেতনতায় বিশেষ ভুমিকা পালন করে যাচ্ছে ফাউন্ডেশনটি। মানবতার সেবায় চাইলে আপনিও হতে পারেন সার্কেল ফাউন্ডেশনের একজন গর্বিত সদস্য।
বিশ্বের যে কোন প্রান্ত থেকে সার্কেল ফাউন্ডেশনের মাধ্যমে আপনিও সামিল হতে পারেন মানবতার সেবায়।
সার্কেল ফাউন্ডেশন || ফুটুক হাসি প্রাণে প্রাণে