চলতি নোটিসঃ
রাজবাড়ী সার্কেল | একই সুতোয় গাঁথা প্রাণ | সার্কেল ফাউন্ডেশন দিচ্ছে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য মাত্র এক টাকায় খাতা, এক টাকায় কলম [বিস্তারিত জানতে ক্লিক করুন]। রাজবাড়ী সার্কেলের সাথেই থাকুন।
  • 01920671314
  • info@rajbaricircle.com
  • ০১:১৮ অপরাহ্ন | বৃহস্পতি | ০৭ ডিসেম্বর ২০২৩
শিশুদের মাঝে আনন্দ বিতরণ
শিশুদের মাঝে আনন্দ বিতরণ

রাজবাড়ী সদর উপজেলার অন্তরমোড়, বরাট ইউনিয়নের বরাট আকিরননেছা ইসলামিয়া আলিম মাদ্রাসায় বনভাসি আশ্রয়কৃত পরিবারের শিশুদের মাঝে মুখরোচক খাদ্য বিতরণ করেছে সার্কেল ফাউন্ডেশন।

বরাট ইউনিয়নের বন্যা কবলিত শিশুদের মাঝে ‌চিপস, কোমল পা‌নিও, চক‌লেট ইত্যা‌দি বিতরণ করা হয়। পঞ্চাশেরও অধিক বাচ্চা দের মাঝে খাবার গুলো দেওয়া হয়। বানভাসি পরিবারগুলোর সাথে যে সমস্ত শিশুরা রয়েছে তারা দীর্ঘদিন যাবৎ নিজেদের ঘরবাড়ি, খেলাধুলার স্থান ছেড়ে, সাময়িক এই আশ্রয় কেন্দ্রে রয়েছে। নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে তারা বড় হচ্ছে। যখন আমরা সেখা‌নে পৌঁছলাম তখন তাদের বিষন্ন মুখ গুলো দেখ‌তে খুবই মায়াময় ছিল। সা‌র্কেল ফাউন্ডেশন প্রদত্ত চিপস, চক‌লেট এবং কোমল পানীয়গু‌লো পে‌য়ে তাদের মুখে হাসি ফুটে উঠেছিল যে দৃশ্য ছিল অভূতপূর্ব।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন প্রকল্পে বসবাসরত পরিবারগুলোর শিশুদের মাঝে বিস্কুট, জুস, ভি‌টা‌মিন সি ট্যাবলেট ইত্যা‌দি বিতরণ করেছে সার্কেল ফাউন্ডেশন। ৫০ এর অধিক শিশুদের মাঝে খাবার গুলো দেওয়া হয়।

সামর্থ্য অনুযায়ী সা‌র্কেল ফাউ‌ন্ডেশন নিয়মিতই মান‌বিক কা‌জে অংশগ্রহণ ক‌রে যা‌চ্ছে। পৃথিবীর যেকোন প্রান্ত থেকে আপনিও চাইলে সার্কেল ফাউন্ডেশনের মাধ্যমে মানবতার সেবায় অংশগ্রহণ কর‌তে পারেন।

ভিডিও লিংক: https://www.facebook.com/watch/?ref=external&v=670302340235690

বারুগ্রাম আবাস‌নের শিশুদের পাশে সার্কেল ফাউন্ডেশন

বানভাসি শিশুদের পাশে সার্কেল ফাউন্ডেশন

 

চলতি ইভেন্ট

অ্যাওয়ার্ড প্রদান: ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার, বিকাল ৪ ঘটিকা, স্থান: রাজবাড়ী পৌরসভা রজনীগন্ধা অ‌ডিট‌রিয়াম