আমরা হয়তো সবাইকে সাহায্য করতে পারব না, তবে আমরা কাউকে না কাউকে সাহায্য করতেই পারব, এটাই হলো মানবতা। আর এই লক্ষ্যেই এগিয়ে চলছে সার্কেল ফাউন্ডেশন। আমাদের সাধ্য সীমিত তবে চেষ্টা এক আকাশ সমান। সকলের সহযোগিতা পেলে আমাদের এমনসব প্রচেষ্টা অব্যাহত থাকবে।
রাজবাড়ী সদরের ক্যান্সারে আক্রান্ত তুহিন, রাজবাড়ী জেলার পাংশার মেয়ে ঋতু, উড়াকান্দার একজন অসহায় প্যারালাইজড রোগী সহ এমন আরো অনেকের পাশেই দাঁড়িয়েছে সার্কেল ফাউন্ডেশন। চাইলে আপনিও সার্কেল ফাউন্ডেশনের মাধ্যমে এগিয়ে আসতে পারেন মানবতার সেবায়।
https://rajbaritelegraph.com/archives/3735?fbclid=IwAR2rfancKIax7ZTx7ssaMMkeHu0xWJDwID690naRLIELCtCyF_wGMYTcbZc