বিষয়: নতুন নিবন্ধন প্রসঙ্গে।
রাজবাড়ী সার্কেলের সকল জনশক্তিকে জানানো যাচ্ছে যে আগামী ফেব্রুয়ারি ২০২২ থেকে রাজবাড়ী সার্কেলের সকল সার্কেলবাজ সম্পৃক্ত কার্যক্রম (ID) ভিত্তিক পরিচালিত হবে। সে কারণে ডাটাবেজ নতুন ভবে করার প্রয়োজনে হচ্ছে। আমাদের নতুন নিবন্ধন লিংকে (http://rajbaricircle.com/Registration) গিয়ে ৩১ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার আহবান করা হলো।
উল্লেখ্য, যারা এই রেজিষ্ট্রেশনের আওতায় না আসবে তারা রাজবাড়ী সার্কেলের প্রতিনিধি হিসেবে বহাল থাকতে পারবে না।