চলতি নোটিসঃ
রাজবাড়ী সার্কেল | একই সুতোয় গাঁথা প্রাণ | সার্কেল ফাউন্ডেশন দিচ্ছে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য মাত্র এক টাকায় খাতা, এক টাকায় কলম [বিস্তারিত জানতে ক্লিক করুন]। রাজবাড়ী সার্কেলের সাথেই থাকুন।
  • 01920671314
  • info@rajbaricircle.com
  • ১১:২৭ পূর্বাহ্ন | বুধ | ২৯ নভেম্বর ২০২৩
মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড ২০২২ || রেজিষ্ট্রেশন চলছে… Copy

রাজবাড়ী সার্কেল আয়োজিত রাজবাড়ী জেলায় কর্মরত সকল সাংবাদিকদের সম্মানে মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড ২০২২

রাজবাড়ী সার্কেলের ক্রিয়েটিভ এ্যাডভাইজারদের সমন্বয়ে ও দেশবরেণ্য সাংবাদিকদের বিচার-বিশ্লেষণে রাজবাড়ী জেলায় কর্মরত প্রিন্ট/অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়া এই দুই ২ টি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের ভিত্তিতে ৬ জন সংবাদকর্মীকে দেওয়া হবে এই অ্যাওয়ার্ড। এছাড়াও যারা রেজিস্ট্রেশন করবে সকলের জন্য থাকবে শুভেচ্ছা উপহার। 


অংশগ্রহণ করতে পারেন আপনিও, রেজিস্ট্রেশনের নিয়মাবলী:

১। অবশ্যই রাজবাড়ী জেলার বাসিন্দা হতে হবে।

২। যে কোন জাতীয় দৈনিক বা ইলেকট্রনিক মিডিয়া অথবা নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের নিয়মিত প্রতিনিধি হতে হবে।

৩। সঠিকভাবে লিংকে প্রবেশ করে নির্ধারিত তথ্য, ফোন নাম্বর, ছবি ইত্যাদি প্রতিটি ধাপ পূরণ করতে হবে।

৪। ২০২১-২০২২ মেয়াদে নিজের প্রস্তুতকৃত মৌলিক, ইতিবাচক ও রাজবাড়ী জেলা তথা দেশের মানুষের জনকল্যাণমুখী একটি প্রতিবেদনের লিংক অথবা প্রিন্ট ভার্সনের হলে প্রকাশিত প্রতিবেদনের ছবি প্রদান করতে হবে।

নোট: সর্বচ্চ ফাইল সাইজ ১০০ মেগাবাইট


✔️ রেজিষ্ট্রেশন করার সময় যা যা প্রয়োজন হবে:

১ কপি পাসপোর্ট সাইজের ডিজিটাল ছবি, আপনার প্রতিবেদনের অরিজিনাল লিংক অথবা নিউজের ডিজিটাল/স্ক্যান কপি।

✔️ রেজিষ্ট্রেশন করতে নিচের লাল বাটনে ক্লিক/ট্যাপ করুন।


Media Partner: Barta24.com (বার্ত২৪)


In Association with: দৈনিক জনতার আদালত, দৈনিক রাজবাড়ী কন্ঠ


Powered By: Circle Media Network


বিস্তারিত জানতে ভিডিট করুন রাজবাড়ী সার্কেলের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেইজ…

www.rajbaricircle.com

www.facebook.com/rajbaricircle

দ্রষ্টব্যঃ বিচারক প্যানেল এবং অ্যাওয়ার্ড প্রদানের দিন, তারিখ পরবর্তী ঘোষণায় জানিয়ে দেয়া হবে।


The organizing team protects any decision-making and change process related to awards and ceremonies.

চলতি ইভেন্ট

অ্যাওয়ার্ড প্রদান: ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার, বিকাল ৪ ঘটিকা, স্থান: রাজবাড়ী পৌরসভা রজনীগন্ধা অ‌ডিট‌রিয়াম