হ্যা! ঠিকই শুনেছেন।
সার্কেল ফাউন্ডেশন দিচ্ছে, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য মাত্র দুই টাকা প্রতিকী মূল্যে একটি খাতা ও একটি কলম যা দোকান থেকে কিনতে ব্যয় হবে কমপক্ষে ৩০ টাকা।
সমাজের প্রত্যেক মানুষের জীবনে রয়েছে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান এই পাঁচটি মৌলিক চাহিদা। যার মধ্যে অন্যতম এবং অধিক গুরুত্বপূর্ণ এই শিক্ষা চাহিদা।
কিন্তু অসহায় দারিদ্র ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষরা অনেক সময় নিজেদের খাদ্য চাহিদা মেটাতেই হিমশিম খায়, এর উপর আবার কাল হয়ে দাঁড়িয়েছে যেন করোনাভাইরাস। দীর্ঘ লকডাউন ও নানাবিধ কারণে দারিদ্র ও সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর অনেকেই তাদের শিক্ষা চাহিদা পূরণে অমনোযোগী হয়ে উঠছে দিনে দিনে। আর সে সমস্ত সুবিধাবঞ্চিত অসহায় মানুষের জন্য সাধ্য অনুযায়ী কাজ করছি আমরা সার্কেল ফাউন্ডেশন। মানবিক অনেকগুলো উদ্যোগের অন্যতম একটি হলো ‘এক টাকায় খাতা, এক টাকায় কলম’।
বিনামূল্যে খাতা কলম নেয়াটা যেন অসহায় মানুষগুলোর কাছে অসম্মানিত বলে মনে না হয় সেজন্য প্রত্যেকের নিকট থেকে এক টাকা মূল্য রাখা হয়। অপরের দেওয়া এই শিক্ষা উপকরণ যেন অসহায় মানুষগুলোকে ভাবতে না হয় তারা সত্যিকার অর্থেই মূল্য পরিশোধে অপারগ, তাই এই প্রতীকি এক টাকাটা নেয়া হবে।
মূলত সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের যেকোন পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই সুবিধা প্রযোজ্য থাকবে। সরাসরি আমাদের রাজবাড়ী সদরের অফিস থেকে খাতা-কলম সংগ্রহ করতে পারবেন। এছাড়াও, রাজবাড়ী জেলার প্রতিটি থানায় রয়েছে সার্কেল ফাউন্ডেশনের নিজস্ব প্রতিনিধি।
খাতা সংগ্রহের জন্য ফোন করুন:
আমাদের ঠিকানা:
৪৬-রব্বানী প্লাজা (নিচ তালা), মারোয়ারি পট্টি, রাজবাড়ী বাজার, রাজবাড়ী ৭৭০০ (UCB ব্যাংকের পশ্চিম পাশে, IFIC ব্যাংকের নিচে)।
সার্কেল ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত আছেন কিছু গুনী মানুষ। খাতা ছাপানো, তৈরি, বন্টণ প্রক্রিয়াসহ সকল কাজেই রাজবাড়ী সার্কেল টিম স্বেচ্ছাশ্রম দিয়ে আসছে। চাইলে আপনিও আমাদের একজন হতে পারেন। এক টাকায় খাতা, এক টাকায় কলম প্রকল্পের জন্য বাড়িয়ে দিতে পারেন আপনার সহযোগীতার হাত।
জরুরী প্রয়োজনে +8801920671314 (WhatsApp)
এক টাকায় খাতা || এক টাকায় কলম
একটি “সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ” প্রকল্প
http://rajbaricircle.com/ektakaikhatakolom
সার্কেল ফাউন্ডেশন || ফুটুক হাসি প্রাণে প্রাণে।
www.rajbaricircle.com
https://www.facebook.com/CircleFoundationBDOfficial