ফেসবুক ভিত্তিক সংগঠন ‘রাজবাড়ী সার্কেল’ এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গত ৩১শে জানুয়ারী দুপুরে তার কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে এই ফুলেল শুভেচ্ছা জানানোর সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, রাজবাড়ী সার্কেল-এর সহকারী পরিচালক সজিবুর রহমান, সুজন বিষ্ণু, অ্যাডমিন আসাদুজ্জামান নুর ও শফিকুল ইসলাম শাকিব উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসক মহোদয় রাজবাড়ী জেলাবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন। এ সময় তাঁর হাতে রাজবাড়ী সার্কেলের কর্মকান্ড সম্বলিত পোর্টফোলিও তুলে দেওয়া হয়। তিনি রাজবাড়ী সার্কেলের কর্মকান্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে রাজবাড়ী সার্কেলের সকল কর্মকান্ড সম্পর্কে আরো বেশি জানার আগ্রহ প্রকাশ করেন।