চলতি নোটিসঃ
রাজবাড়ীবাসীর জন্য সুখবর | এক ক্লিকেই রাজবাড়ীর সমস্ত খুটিনাটি নিয়ে "Rajbari Circle SEBA App" আসছে আপনার পাশে, আমাদের সাথেই থাকুন।  -টিম রাজবাড়ী সার্কেল।
  • 01920671314
  • rajbaricircle@gmail.com
  • ১২:৩৫ পূর্বাহ্ন | সোম | ১৪ জুলাই ২০২৫
অবাক দু‌চোখের গল্প || প্রজেক্ট-এক টাকায় খাতা-এক টাকায় কলম
অবাক দু‌চোখের গল্প || প্রজেক্ট-এক টাকায় খাতা-এক টাকায় কলম
তখন বিকাল। বাড়ি থেকে বের হয়েছি বাজারে আসব। রিক্সা বা অটো কিছুই পাচ্ছি না অনেকক্ষণ। একটা ভ্যান আসতে দেখে উঠে পড়ি। অসময়ে বাজারে কেন যাচ্ছেন? জানতে চাইলে ভ্যান চালক চাচা বললেন বাচ্চাদের জন্য খাতা কলম কিনতে যাচ্ছি, নয়ত আজ আর বাজারেই আসতাম না। তখন চাচাকে বলি আমার সাথে চলুন, আমরা “রাজবাড়ী সার্কেল” অফিস থেকে খাতা কলম প্রদান করি। তিনি অফিসে আসলেন, তাকে ৩টি খাতা ও ৩টি কলম দেই। চাচা বাজার মূল্য হিসাবে ৭৫ টাকা বের করে দেয়। তখন তাকে বললাম, চাচা এই ৩টি খাতার সাথে ৩টি কলমও আপনার। আপনাকে এত টাকা দিতে হবে না, আপনি মাত্র ৬ (ছয়) টাকা দিন। চাচা অবাক দু‌চো‌খে আমার মুখের দিকে চেয়ে রইলেন। তারপর ৭৫ টাকা রেখে ৬ টাকা বের করে দিলেন। তাকে এটাও বলে দিলাম যে, প্রতি মাসে এখান থেকে আপনার বাচ্চাদের জন্য খাতা কলম নিয়ে যাবেন। ওনি শুনে এত খুশি হলেন যা ভাষায় প্রকাশ করার মত নয় এবং আমাদের জন্য দোআ করলেন।
সার্কেল ফাউন্ডেশন || ফুটুক হাসি প্রাণে প্রাণে
-সজিবুর রহমান, সহ: পরিচালক, রাজবাড়ী সার্কেল
এক টাকায় খাতা || এক টাকায় কলম
একটি “সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ” প্রকল্প
সৌজন্যেঃ আকবর খান, প্রধান উপদেষ্টা সার্কেল ফাউন্ডেশন।
সার্কেল ফাউন্ডেশন || ফুটুক হাসি প্রাণে প্রাণে

চলতি ইভেন্ট

এক ক্লিকেই জেলার সমস্ত খুঁটিনাটি। "রাজবাড়ী সার্কেল সেবা অ্যাপ" শীঘ্রই আসছে।