চলতি নোটিসঃ
রাজবাড়ী সার্কেল | একই সুতোয় গাঁথা প্রাণ | সার্কেল ফাউন্ডেশন দিচ্ছে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য মাত্র এক টাকায় খাতা, এক টাকায় কলম [বিস্তারিত জানতে ক্লিক করুন]। রাজবাড়ী সার্কেলের সাথেই থাকুন।
  • 01920671314
  • info@rajbaricircle.com
  • ১১:৪২ পূর্বাহ্ন | বুধ | ২৯ নভেম্বর ২০২৩

কেউ যাদের খোজ রাখে না তাদের পাশে রাজবাড়ী সার্কেল। অলাভজনক, অরাজনৈতিক, সামাজিক স্বেচ্ছাসেবী এ প্লাটফর্ম যা রাজবাড়ী জেলাকে সারা বিশ্বব্যাপী তুলে ধরতে কাজ করছে, প্রাবাসের মাটিতে বসেউ নিজের জন্মস্থান রাজবাড়ীর এই সুন্দর রুপ এই প্লাটফর্ম এর মাধ্যমে দেখতে পাচ্ছে সবাই যা সত্যিই প্রশংসার দাবীদার।

আশাকরি রাজবাড়ী সার্কেল তার স্লোগানের মতো করেই দেশ ও দেশের বাইরের সকল রাজবাড়ী বাসীকে একই সুতোয় বাঁধতে পারবে।

সেই সাথে শিক্ষা, সেবা ও সচেতনতার ব্রত নিয়ে পথচলা মানবিক সেচ্ছাসেবী প্লাটফর্ম সার্কেল ফাউন্ডেশনের মাধ্যমে নানাবিধ সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে নিরবে যা সত্যিই প্রশংসার দাবিদার। এমন পথ চলার সঙ্গী হতে পেরে আমি সত্যিই আনন্দিত, চাইলে আপনিও এগিয়ে আসতে পারেন আমাদের সাথে।

আকবর খান
প্রবাসী ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক