চলতি নোটিসঃ
রাজবাড়ীবাসীর জন্য সুখবর | এক ক্লিকেই রাজবাড়ীর সমস্ত খুটিনাটি নিয়ে "Rajbari Circle SEBA App" আসছে আপনার পাশে, আমাদের সাথেই থাকুন।  -টিম রাজবাড়ী সার্কেল।
  • 01920671314
  • rajbaricircle@gmail.com
  • ০৮:০০ অপরাহ্ন | সোম | ১৪ জুলাই ২০২৫
পাংশার সেনগ্রামে পদ্মা নদীর তীরের কয়েক শত বছর পুরোনো কূপ

পাংশার সেনগ্রামে পদ্মা নদীর তীরে অবস্থিত কয়েক শত বছর পুরোনো কূপ….। স্থানীয় বাসিন্দারা জানেন না এর ইতিহাস। তবে ৯০ উর্ধ্ব বয়স্কদের মতে তারা ছোট বেলা থেকেই এটাকে এ অবস্থায় দেখে আসছেন।

পূর্বে এটি নদী থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছিল। কিন্তু নদী ভাঙন এর কারণে কয়েক বছর আগে এটি নদীর মধ্যে চলে যায়। স্থানীয়রা এটি ভাঙ্গার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। জনশ্রুতি আছে যুদ্ধকালীন সময় স্থানীয় অনেক হিন্দুরা এই কূপে তাদের স্বর্ণ গহনা ফেলে গিয়েছিল..
যেকারণে স্থানীয়রা এটা ভাঙ্গার চেষ্টা করে।

বর্তমানে এটি এভাবেই পড়ে আছে। বর্ষা মৌসুমে এটি সম্পূর্ণ নদীর মধ্যে চলে যায়। তবে পানি পৃষ্ঠ থেকে এটির উচ্চতা বেশি হওয়ায় দূর থেকেও স্পষ্ট দেখা যায়।

ছবি এবং তথ্যঃ Al Amin Hussain Hridoy
স্থানঃ পাংশার সেনগ্রাম, রাজবাড়ী।

আমা‌দের সা‌থে থাকার জন্য ধন্যবাদ।
#RajbariCircle || একই সুতোয় গাঁথা প্রাণ

<<>> Rajbari Circle এর মাধ্যমে আপনিও চাইলে প্রাণপ্রিয় রাজবাড়ী জেলাকে তুলে ধরতে পারেন। জেলার বিভিন্ন স্থানের সুন্দর দৃশ্য (যেমনঃ প্রাকৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থান, স্থাপনা, রাস্তাঘাট, হাটবাজার, খেলাধুলা, চলতি/সমসাময়ীক বিষয়, ব্যাতিক্রমি প্রতিভা ইত্যাদির ছবি/ভিডিও) ধারণ করে সাথে স্থান, সং‌ক্ষিপ্ত বিবরণ ও চিত্রগ্রাহকে নাম সহ আমাদের পেইজ ইনবক্সে (m.me/rajbaricircle) পাঠিয়ে দিন।

চলতি ইভেন্ট

এক ক্লিকেই জেলার সমস্ত খুঁটিনাটি। "রাজবাড়ী সার্কেল সেবা অ্যাপ" শীঘ্রই আসছে।