রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের প্রান কেন্দ্রে অবস্থিত গোদারবাজার ঘাট।
এটি রাজবাড়ী শহরবাসীর অন্যতম প্রধান একটি বিনোদন কেন্দ্র স্থান হিসেবে বেশ পরিচিতি লাভ করেছ। এখানে দর্শনার্থীদের অবকাশ যাপনের জন্য মনোরম পরিবেশ রয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এখানে আসেন। এখানে নৌকায় পদ্মানদীতে ভ্রমণ করে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করেন দর্নার্থীরা। এখানে রয়েছে বিশ্রামের জন্য কিছু স্থাপনাও রয়েছে।
আমাদের মাধ্যমে আপনিও চাইলে প্রাণপ্রিয় এই জেলার সৌন্দর্য তুলে ধরতে পারেন। জেলার বিভিন্ন স্থানের সুন্দর দৃশ্য ধারন করে আমাদেরকে পাঠিয়ে দিন। সেই সাথে স্থান, সংক্ষিপ্ত বিবরণ ও চিত্রগ্রাহকের নাম আমাদের ইনবক্স (m.me/rajbaricircle) করুন অথবা ইমেইল করুন rajbaricircle@gmail.com এ।
Rajbari Circle || একই সুতোয় গাঁথা প্রাণ