রাজবাড়ী এবং রাজবাড়ীর বাইরে অবস্থানরত হাজার জনের একসময়ের মিলন মেলা ছিল এ কলেজ ক্যাম্পাস। স্মৃতিতে সমুজ্জল ক্যাম্পাস।
দেখুন আমাদের বিশেষ ভিডিও।
রাজবাড়ী জেলার সদর উপজেলার পশ্চিমে অবস্থিত সরকারী এ শিক্ষা প্রতিষ্ঠানটি। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত কলেজটি প্রায় ১৪ একর জমির উপর অবস্থিত। ১৯৮০ সালে এটি সরসারি করা হয়েছিল। ১৯৬১ সালের ২৩শে জুন কলেজ উদ্বোধন করেন তৎকালীন মহকুমা প্রশাসক কাজী আজাহার আলী। প্রথম বছরে বর্তমান লাইব্রেরির সামনের চৌ-চালা টিনের ঘরটি ক্লাশ রুম হিসেবে ব্যবহৃত হয় এবং বর্তমান অধ্যাক্ষের কক্ষ এবং অফিস ভবনটিই অধ্যক্ষের কক্ষ এবং অফিস কক্ষ ছিল। কলেজটির বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় সারে আট হাজার। এছাড়াও কলেজটিতে রয়েছে একটি লাইব্রেরি ভবন, ল্যাবরেটরি ভবন, মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ এবং একাডেমিক ভবন। কলেজের ৪ একর জায়গা জুড়ে রয়েছে একটি পুকুর ও অন্য পাশে খেলার মাঠ। এছাড়াও দুটি ছাত্রাবাস একটি ছাত্রী নিবাস (নতুন) ও মসজিদ রয়েছে।
ছবিঃ Md Bejoy
রাজবাড়ী জেলার সৌন্দর্য্য তুলে ধরতে আমাদেরকে সুন্দর সুন্দর ছবি আপনার নাম এবং স্থান সহ পেজের ম্যাসেজে পাঠাতে পারেন আমরা তা আপলোড করব।
লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং সাথেই থাকুন