এখনও কালের সাক্ষী হয়ে আছে রাজবাড়ী জেলার মুলঘর ইউনিয়নের এই পন্ডিত বাড়ি।
এলাকাবাসীর ভাষ্যমতে, ভারত-পাকিস্তান ভাগ হওয়ার আগে কোন এক জমিদারের বাড়ি ছিল এটি। ভারত-পাকিস্তান ভাগ হওয়ার পরই ঐ জমিদার বেশ কিছু জমি বিক্রি করেন ও কাছের লোকেদের লিখে দেন। তার এক প্রিয় কাজের লোককে এই বাড়িটি সহ কিছু জমি লিখে দিয়ে এ দেশ ছেড়ে চলে যান। সেই ধারাবাহিকতায় বর্তমানে বাড়িটির মালিক বাবু পন্ডিত। সবাই বাড়িটিকে পন্ডিত বাড়ি নামেই চিনে। বারবাকপুর বাজার থেকে ১ কিমিঃ ভিতরে এই বাড়িটি অবস্থিত। রাজবাড়ী জেলার অতীত ঐতিহ্যের অংশ এটি।
হয়ত কিছুদিন পরে এটিও বিলুপ্ত হয়ে যাবে। সরকারের নিকট রাজবাড়ী জেলাবাসী তথা নতুন প্রজন্মের দাবী এই অতীত ঐতিহ্যগুলো যা এখনও টিকে আছে সেগুলোর সার্বিক সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করার।
ছবিঃ নাজিয়াত খান, মুলঘর, রাজবাড়ী।
আমাদের সাথেই থাকুন।
RajbariCircle || একই সুতোয় গাঁথা প্রাণ
[irp]
আমাদের ফেসবুক পেইজে তুলে ধরা রাজবাড়ীর আরো কিছু ঐতিহাসিক স্মৃতি চিহ্ন
bit.ly/জমিদার_বিনয়শাহএর_বাড়ি
bit.ly/রানীর_পুকুর
bit.ly/রাজকর্মকর্তার_পুকুর
bit.ly/রাজ_প্রজাদের_পুকুর
bit.ly/বাবুপাড়া_মঠ
bit.ly/গিরিজাশংকরের_তৈরী_শতবর্ষী_ভবন
#HeritageRajbari
#SaveRajbariHeritage