রাজবাড়ী সার্কেল পরিচালিত সার্কেল ফাউন্ডেশন কর্তৃক গৃহীত “এক টাকায় খাতা-এক টাকায় কলম” প্রকল্পের স্মারক কপি জেলা প্রশাসক জনাব আবু কায়সার খান মহোদয়ের নিকট প্রদান করা হয়েছে।
১৩ই এপ্রিল দুপুরে তার কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে প্রকল্প সম্পর্কে অবহিতকরণের সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার শিবরাজ চৌধুরী, রাজবাড়ী সার্কেল-এর সহকারী পরিচালক সজিবুর রহমান, সুজন বিষ্ণু, অ্যাডমিন আসাদুজ্জামান নুর ও ধর্মীয় সম্পাদক গাজী নাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসক মহোদয় “এক টাকায় খাতা-এক টাকায় কলম” প্রকল্পের সার্বিক মঙ্গল কামনা করেন। এ সময় তাঁর হাতে সার্কেল ফাউন্ডেশনের “এক টাকায় খাতা- এক টাকায় কলম” প্রকল্পের স্মারক কপি তুলে দেওয়া হয়। তিনি রাজবাড়ী সার্কেল ও সার্কেল ফাউন্ডেশনের কর্মকান্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে রাজবাড়ী সার্কেলের সকল কর্মকান্ড সম্পর্কে আরো বেশি জানার আগ্রহ প্রকাশ করেন।
অতঃপর তিনি “এক টাকায় খাতা-এক টাকায় কলম” প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এক টাকায় খাতা || এক টাকায় কলম
একটি “সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ” প্রকল্প
বিস্তারিত জানতে ভিজিট করুন
http://rajbaricircle.com/ektakaikhatakolom